দেশ ব্যাপি ১৮ দলের হরতালে দ্বিতীয় দিনে বাগেরহাটে পিকেটিং করেছে হরতাল সমর্থকরা।
বৃহষ্পতিবার ভোরে বাগেরহাট-খুলনা মহাসড়কের দশানী এলাকায় রাজপথে বসে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এদিন।
সকাল থেকে মহাসড়কে কোন ধরনের যান চলাচল করতে দেখা যায়নি।
এদিকে হরতালের কারণে খানজাহান আলী (রহ:) মাজারে শুরু হওয়া বার্ষিক মেলায় আগত দেশী-বিদেশী পর্যটকরা পড়েছে চরম ভোগান্তিতে। শহরের যানবাহন চলাচল কম থাকায় থাকায় তাদের ভোগান্তি হচ্ছে বলে পর্যটক দের সাথে কথা বলে যানাগেছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More