স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
পাটের মোড়ক ব্যবহার না করার দায়ে বাগেরহাটের তিনটি চালকলকে এক লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ মে) দুপুরে বাগেরহাট সদরের খানপুর ও রামপাল উপজেলার চাকশ্রী এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন এ জরিমানা করেন। এসময় খুলনার মূখ্য পাট পরিদর্শক হাফিজুর রহমান তার সাথে ছিলেন।
দণ্ডিতদের মধ্যে শেখ লিয়কত আলী অটো রাইস মিলের মালিক শেখ দিদারুল আলমকে ৪৫ হাজার, মেসার্স জাহাঙ্গীর অটো রাইস মিলের মালিক শেখ আমীর আলী ৪৫ হাজার এবং রুদ্র অটো রাইস মিলের মালিক মোফাজ্জেল হোসেন মোহনকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিন বলেন, মোড়কীকরণে পাটজাত পণ্যের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী, ধান, চালসহ বিভিন্ন পণ্যের মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। মোড়কে পাটের পণ্য ব্যবহার না করার অপরাধে এই জরিমানা করা হয়।
এইচ//এসআই/বিআই/১৫ মে, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More