স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বাগেরহাটের মোল্লাহাটে ছেলের লাঠির আঘাতে জয়চাঁদ গাইন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে উপজেলার মাদারতলী গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ জয়চাঁদ গাইনের ছেলে বিদেশ গাইনকে (৩০) আটক করেছে।
পরিবারের বরাত দিয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম বলেন, বিদেশ গাইন সকালে তার মেয়ে ঊশমিকে (৮) মারধর করছিল। তা দেখে উশমির দাদা জয়চাঁদ গাইন ছুটে গিয়ে নাতনীকে ছাড়িয়ে আনতে চেষ্টা করেন। এসময়ে বিদেশ গাইনের লঠির আঘাতে তার বাবার অচেতন হয়ে মাটিতে পড়ে যান।
পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
ওসি জানান, এই ঘটনায় নিহতের বড় ছেলে আশিষ গাইন বাদী হয়ে বিদেশ গাইনকে আসামি করে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর পুলিশ বিদেশ গাইনকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এইচ//এসআই/বিআই/১০ আগস্ট, ২০১৭
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More