স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে মোংলায় মানববন্ধন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (৬ মার্চ) সকালে মোংলা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে পৌর ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবি-সংবলিত ব্যানার ও পোস্টার বহন করেন।
মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মোংলা থানা ছাত্রদলের সভাপতি এম সাইফুল, সাধারণ সম্পাদক এম.এ কাশেম, মো. ইকবাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখা হয়েছে। আমাদের দাবি বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এই আন্দোলন শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য নয়। এ আন্দোলন গণতন্ত্রের জন্য, দেশের মানুষের মুক্তির জন্য।
এইচ//এসআই/বিআই/০৬ মার্চ, ২০১৮
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More