বাগেরহাটের মোরেলগঞ্জের আমবাড়িয়া গ্রামে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে।
ডাকাতরা গ্রামের প্রফুল্ল কুমার সিকদারের বাড়িতে চেতনা নাশক স্প্রে দিয়ে নগদ ৭০ হাজার টাকা ও ১০ভরি ওজনের স্বর্নালংকারসহ কমপক্ষে ৭ লক্ষ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে।
এ বিষয়ে গৃহকর্তা প্রফুল্ল সিকদার জানান, বুধবার গভীর রাতে অঞ্জাত দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে দিয়ে সকলকে ঘুমের ঘোরে অচেতন করে ফেলে। এর পর ঘরের মধ্যে বসেই ট্রাংক ভেঙ্গে কমপক্ষে ১০ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৭০ হাজার টাকা, দুটি মোবাইল সেটসহ ৭ লক্ষাধীক টাকার মালামাল র্নিবিঘ্নে হাতিয়ে নেয়।
এ ঘটনায় প্রফুল্ল সিকদারের মেয়ে শোনালী সিকদার থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দুর্ধর্ষ এ ডাকাতির পর ক্ষোভের সাথে প্রফুল্ল সিকদার আরো বলেন, “এলাকায় থাকার মত আর কোন পরিবেশ নেই”।
এ ঘটনায় এলাকার জন সাধারণের মধ্যে আতংক বিরাজ করছে। তারা এ ঘটনায় খোব প্রকাস করে আমাদের কাছে তাদের চরম উৎকন্ঠার কথা জানিয়ে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More