স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলেক্ষে বাগেরহাটে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুলাই) সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সাংসদ ডা. মোজাম্মেল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহিন হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দের বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিভিল সার্জন অরুণ চন্দ্র মন্ডল, সড়ক ও জনপথ বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, জেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডা. সাইফুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা মো. ফরিদ উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দার প্রমুখ।
এসএইএইচ//এসকে/বিআই/২৩ জুলাই ২০১৮
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More