প্রচ্ছদ / খবর / ফেনসিডিল রাখায় ৫ বছরের কারাদণ্ড

ফেনসিডিল রাখায় ৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটে ফেনসিডিলসহ আটকের মামলায় আশাফুর রহমান গাজী (৫৪) নামে এক ব্যক্তির ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৩ জুলাই) দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় দেন।

আদালত ৫ বছরের সশ্রম কারাদণ্ড ছাড়াও ওই আসামীকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আশাফুর রহমান সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার জামালনগর গ্রামের প্রয়াত আমজেদ গাজীর ছেলে। রায় ঘোষনার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১১ নভেম্বর দুপুরে মোংলা পোর্ট পৌরসভার বাগেরহাট জেটিতে থাকা একটি ইঞ্জিন চালিত নৌকা থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই ঘটনায় মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মারফত আলী আটক আশাফুরসহ দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোংলা থানা পুলিশের তৎকালীন এসআই রফিকুল ইসলাম ওই বছরের ২৮ ডিসেম্বর আশাফুর রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দালিখ করেন।

আদালতের সরকারি সহকারি কৌঁসুলি (এপিপি) সীতা রানী দেবনাথ বাগেরহাট ইনফো ডটকমকে জানান, মামলা চলাকালে আদালত ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ করেন। অভিযোগ প্রমানিত হওয়ায় সোমবার বিচারক ওই রায় ঘোষণা করেন।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী হাওলাদার মো. বেল্লাল হোসেন।

এসএইএইচ//এসকে/বিআই/২৩ জুলাই ২০১৮

About বাগেরহাট ইনফো নিউজ