নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ইনফো ডটকম

বাগেরহাটের কচুয়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে, পরে অভিযুক্ত স্বামী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ জানিয়েছে।
বুধবার রাতের কোন এক সময়ে কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের মাধবকাঠি গ্রামের পারভেজের বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। বৃহষ্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত মিনারা বেগম (৪৫) মাধবকাঠি গ্রামের পারভেজ শিকদারকে (৫০) স্ত্রী।
স্ত্রীকে হত্যার পর পারভেজ নিজে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। অসুস্থ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা জানায়, নিহত মিনারা বেগম পেশায় কবিরাজ। তার স্বামী পারভেজ শিকদার ছিলেন বেকার। গ্রামের মানুষদের ঝাড়ফুক ও পানিপড়া দিয়ে যা রোজগার করতেন তা দিয়ে তাদের সংসার চলত। তাদের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়েছে আর ছোট মেয়ে তাদের সাথে থাকতেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সফিকুল ইসলাম বলেন, প্রায় ২৫ বছর আগে পারভেজ শিকদারের সাথে মিনারা বেগমের বিয়ে হয়। এরমধ্যে তাদের দুটি মেয়ে হয়। বিয়ের পর স্বামী পারভেজ সংসারের জন্য কোন টাকা রোজগার না করায় মিনারা নিজে কবিরাজি শুরু করেন। কবিরাজির টাকা দিয়ে তাদের সংসার চলছিল। স্বামী সংসারে কোন খরচের টাকা দিতে না পারায় তাদের মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকত।
বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এসময় মিনারার স্বামী ক্ষুব্দ হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে নিজে আত্মহত্যা করতে কীটনাশক পান করেন।
ওসি আরও বলেন, বৃহষ্পতিবার প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মিনারার মরদেহ এবং কীটনাশক পান করে অসুস্থ অবস্থায় পারভেজকে উদ্ধার করে। মিানারার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত তিনটি কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
পারভেজকে পুলিশ প্রহরায় কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এজি//এসআই/বিআই/১৫ আগস্ট ২০১৯
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More