নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট ইনফো ডটকম

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাগেরহাট জেলা কারাগারের সাজাপ্রাপ্ত ১৯ জন কয়েদিকে মুক্তি দিচ্ছে সরকার।
শুক্রবার (৮ মে) বিকেলে ১৯ জনের মধ্যে পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। এরআগে প্রথম ধাপে একজনকে মুক্তি দেয়া হয়।
আইনি প্রক্রিয়া শেষে বাকি ১৩ জনকে আগামী দুয়েকদিনের মধ্যে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কারা সূত্র জানায়, বাগেরহাট জেলা কারাগারে বন্দি ধারণক্ষমতা ৪০০ জন। কিন্তু ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দী আছে এই কারাগারে। বর্তমানে ৩৭ নারীসহ এখানে মোট মন্দী রয়েছে ৭২৪ জন।
বাগেরহাট জেলা কারাগারের জেলার এস এম মহিউদ্দিন হায়দার বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কারাগারের ভিড় কমাতে লঘুদণ্ডে দণ্ডিত (৬ মাস থেকে এক বছরের সাজা হওয়া) কয়েদিদের তালিকা চায় কারা মহাপরিদর্শক।
আমরা এপ্রিলের প্রথম সপ্তায় ৪৮ জন সাজাপ্রাপ্ত বন্দী কয়েদির তালিকা তৈরি করে কারা কর্তৃপক্ষের কাছে পাঠাই। এর মধ্যে সরকার দ্বিতীয় ধাপে ১৯জন বন্দীকে মুক্তি দিতে অনুমোদন দিয়েছে।
এস এম মহিউদ্দিন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী পাঁচজনকে মুক্তি দেয়া হয়েছে। বাকিদের কিছু আইনি জটিলতা রয়েছে তা শেষ করেই দুয়েক দিনের মধ্যে মুক্তি দেয়া হবে।
এসআই/আইএইচ/বিআই/০৯ মে, ২০২০
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More