বাগেরহাটে আওয়ামী যুবলীগের টেন্ডার দাখিলকে কেন্দ্র করে নিহতের জের ধরে মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে পৌর আওয়ামী লীগের ৪ নং ওয়ার্ড কার্যালয়ে আগুন দেয়া হয়েছে।

এতে আগুনে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়।
এদিকে সোমবারের সংঘর্ষে নিহত কালু শেখের লাশ নিয়ে যুবলীগের একটি পক্ষ মঙ্গলবার রাতে শহরে মিছিল করে। তবে নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, রাতের আধারে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুনের ঘটনা ঘটেছে। কে বা কারা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে তা জানা যায়নি। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশের কয়েকটি টিম কাজ করছে।
এদিকে গতকালের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, হত্যাসহ অন্যান্য ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে কাউকে গ্রেপ্তারে বিষয়ে কিছু জানান নি তিনি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More