মংলার শেলা নদীতে তেলবাহী একটি কার্গো জাহাজে হামলা ও লুটপাট চালিয়ে জাহাজটি ডুবিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে কার্গো জাহাজের ড্রাইভার নিলু।
কার্গো জাহাজের সহকারী মাস্টার হাসান আলী জানান, খুলনার পদ্মা ডিপো থেকে ২ লাখ ৮৮ হাজার লিটার ফার্নিস অয়েল নিয়ে গোপালগঞ্জে যাওয়ার পথিমধ্যে মঙ্গলবার রাতে ‘নাজমা নাহার-১’ কার্গো জাহাজটি মংলার শেলা নদীর আন্ধারমানিক এলাকায় অবস্থান নেয়।
মধ্যরাতে একদল মুখোশধারী দুর্বৃত্ত ওই কার্গো জাহাজে উঠে কার্গোর ষ্টাফদের অচেতন নাশক ইনজেকশন পুশ করে জাহাজে থাকা জ্বালানী তেলসহ অন্যান্য মালামাল লুট করে নেয়। দুর্বৃত্তরা লুটপাট চালিয়ে ফিরে যাওয়ার সময় জাহাজটির তলা ছিদ্র করে দিলে বুধবার বিকেলে জাহাজটি নদীতে ডুবে যায়।
এ ঘটনার পর থেকে ওই কার্গো জাহাজের ড্রাইভার নিলু নিখোজ রয়েছে বলে জানায় জাহাজের অন্য স্টাফরা।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More