আগামী ৫ মে ঢাকা ঘেরাও সফল করার লক্ষে হেফাজতে ইসলাম বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার দুপুরে শহরের নূর মসজিদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারী স্কুল মাঠে এসে সমবেশ হয়।
এসময় আলহাজ্ব মুফতি আমিনুল ইসলাম সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা আহ্বায়ক সামসুজ্জামান তোহা, আহমাদ ইকবাল , বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন , মুফতি রুহুল আমিন, মো. অহিদুজ্জামান, মুফতি ইব্রাহিম আল ফারুকি, মাওলানা তৈয়াবুর রহমান, মাওলানা মহিবুল্লাহ, মাওলানা ফেরদৌস আলম, মাওলানা মোহাম্মদ উল্লাহ ও মাওলানা আবুল হাসান প্রমূখ।
বক্তারা আগামী ৫ তারিখ ঢাকা অবরোধ করমসুচী সফল করার জন্য সকলকে আহবান জানান।
০১-০৫-২০১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More