বাগেরহাটের ফকিরহাটে আমবোঝাই একটি নছিমন থেকে পড়ে দুরবান শেখ (৩২) নামে যুবকের মৃত্য হয়েছে।
নিহত দুরবান শেখ এক জন আম ব্যবসায়ী। তিনি সাতক্ষীরা জেলার তেতুলিয়া গ্রামের ইলাহি শেখের ছেলে।
মঙ্গলবার সকালে নসিমুনে করে তারা দুই ভাই আম নিয়ে খুলনা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময়ে মাওয়া মহাসড়কের ফকিরহাট মোড়ে স্পীড ব্রেকারে উপর দিয়ে নসিমুনটি যাওয়ার সময়ে বড় ভাই তোরফান নসিমুন থেকে ছিটকে মহাসড়কে পড়ে মারা যায়।
বাগেরহাটের হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বাগেরহাট ইনফোকে জানান, আম নিয়ে দুই ভাই গোপালগঞ্জের দিয়ে যাওয়ার পথে ঘুমিয়ে থাকা দুরবান ফকিরহাটের মুলঘর মোড়ের গতিরোধক পার হবার সময় ধাক্কা লেগে পড়ে গিয়ে আহত হয়।
পরে তাকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।
০৪-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More