জামায়াতের সেক্রেটারী জেনারের আলী আহসান মোহাম্মদ মোজাহিদের মানবতা বিরোধী অপরাধের রায় কে কেন্দ্র করে জামায়াতে ডাকা হরতালের সমর্থনে বাগেরহাটে জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার সকাল সাড়ে ৮ টায় মেগনিতলা এলাকায় জামায়াতের অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে জামায়াত কার্যালয়ে এসে সমাবেশ করে। জামায়াতের জেলা নায়েবে আমীর মাও. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্ততা করেন, জেলা সেক্রেটারী এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, শেখ মোহাম্মদ ইউনুস, শেখ জাকির হোসেন, মিজানুর রহমান মল্লিক, এ্যাড. মোস্তাইন বিল্লাহ, মঞ্জুরুল হক রাহাদ প্রমুখ।
হরতালে বাগেরহাট থেকে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার যানবাহন। তবে অভ্যান্তরীন রুটে যানবাহন চলাচল করে।
এদিকে টানা তিন দিনের হরতালে জনজীবনে অতিষ্ঠ হয়ে পড়েছে। মাছ ও বিভিন্ন ধরনের কাঁচা তরকারীর দাম লাগামহীন হওয়ায় ক্রেতাদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকার দিনমজুর মোহসিন জানান,“একে তো রোজা। তার উপর টানা হরতালে মাছ আর কাচাঁ তরকারীর দ্বিগুন দামের কারণে কেনার উপায় নেই।”
দিনমজুর মোহসিনের মত রিক্সা চালক বাসাবাটি এলাকার জয়নাল ও কুদ্দুস এই কথা জানান। তারা বলেন সারা দিন রিক্সা চালিয়ে যে আয় হয় তা দিয়ে বর্তমানে তাদের নিত্যদিনকার খাবার কিনতে হিমসিম খেতে হচ্ছে।
এদিকে শহরের বাজার ঘুরে দেখা গেছে সব ধরনের নিত্ব:প্রয়োজনীয় দ্রবের দাম গত সপ্তাহের তুরনায় বেড়ে। বিক্রেতারা জানান, রমাজানের বাড়তি চাহিদা আর হরতালের কারনে পন্য সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে।
তবে বাজার ঘুরে দেখা যায়, মসলা ও মাংসের বাজার স্থিতিশীল থাকলেও সরবরাহ কম এমন অজুহাতে মাছ ও সবজির দাম বেড়েছে লাগামহীন ভাবে। ফলে জন সাধারণের ভোগান্তি বেড়েছে বহু গুন।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More