সুন্দরবনের শরনখোলা রেঞ্জের সুপতি খালে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল বনদস্যুর মধ্যে বন্দুক যুদ্ধে রুবেল বাহিনী প্রধানসহ দুই বনদস্যু নিহত হয়েছে।
নিহতরা হলো বনদস্যু রুবেল বাহিনীর প্রধান রুবেল (৩০) ও তার সেকেন্ড ইন কমান্ড সোহেল (২৩)।
বৃহষ্পতিবার সকাল পৌনে ৮ টার দিকে অপহৃত জেলেদের মুক্তিপনের টাকা নিতে সুন্দরবনের সুপতি খালে গেলে বনদস্যু রুবেল বাহিনীর সাথে বনদস্যু শিষ্য বাহিনীর বন্দুক যুদ্ধ হয়। এতে তারা নিহত হয়।
খবর পেয়ে কোষ্টগার্ড ঘটনাস্থলে গিয়ে সোহেল নামের এক বনদস্যুর লাশ উদ্ধার করে। পরে কোষ্টগার্ড সুন্দরবনের ওই এলাকায় তাল্লাশি করে বনদস্যুদের ব্যবহৃত ২ টি একনলা বন্দুক ও ২৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
কোষ্টগার্ডের মংলাস্থ পশ্চিমজোনের এন্টি পাইরেসী কমান্ডিং অফিসার লে. কমান্ডার মহিউদ্দিন বাগেরহাট ইনফোকে জানান, বৃহষ্পতিবার সকালে সুন্দরবনের শরনখোলা রেঞ্জের সুপতি খালে বনদুস্যদের মধ্যে মুক্তিপনের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধে দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধ হয়।
এসময়ে বনদস্যু শিষ্য ও রুবেল বাহিনীর মধ্যে প্রায় দুই ঘন্টা বন্দুক যুদ্ধ হয়। জেলেদের মারফত কোষ্টগার্ড খবর পেয়ে সুন্দরবনের ওই এলাকায় অভিযান চালিয়ে সোহেল নামের এক বনদুস্য লাশসহ ২টি এক নলা বন্দুক ও ২৯ রাউন্ড গুলি উদ্ধার করে।
তিনি আরও জানান, অপর বনদস্যু রুবেলের লাশ উদ্ধারের জন্য ওই এলাকায় কোষ্টগার্ডের তাল্লাশি অভিযান অব্যহত রয়েছে।
তবে, জেলেরা দাবি করেছেন তাদের গনপিটুনিতে নিহত হয়েছে বনদস্যুরা।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More