ডেস্ক রিপোর্ট :
সুন্দরবনের নিকটবতী মংলার পশুর নদীতে ফ্লাইঅ্যাশ (ছাই) বোঝাই লাইটার (কার্গো) জাহাজ এমভি কফিল উদ্দিন-৫ অর্ধ নিমজ্জিত হয়েছে।
রোববার সকালে জাহাজটির তলাফেটে এ দুর্ঘটনার কবলে পড়ে ।
সকাল সাড়ে ৯ টার দিকে কার্গোটিতে অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে নিচের অংশ ফেটে গেলে পানিতে ডুবে যায়। তবে এ সময়ে জাহাজে থাকা ১২ কর্মচারী নিরাপদে ডাঙ্গায় উঠতে সক্ষম হয়।
জাহাজটি গত ৩ দিন আগে ভারতের হলদিয়া বন্দর থেকে ফ্লায়েস বোঝাই করে নিয়ে শনিবার রাতে বাংলাদেশের মংলা বন্দরে প্রবেশ করে। কার্গোটিতে নরসিংদীর ঘোড়াশালের সেভেন সার্কেল সিমেন্ট মিলস্ নামে একটি সিমেন্ট কারখানার জন্য এই ফ্লায়েস পরিবহন করচ্ছিল।
কার্গোর মালিক পক্ষের প্রতিনিধি গোলাম কিবরিয়া জানান, ৩ দিন আগে কার্গোটি ভারত থেকে ৭২৬ মেট্রিক টন ফ্লায়েস নিয়ে বাংলাদেশের ঘোড়াশালের উদ্দেশ্যে রওয়ানা হয়। কিন্তু পথিমধ্যে রবিবার সকালে তলা ফেটে পানি প্রবেশ করে ডুবে গেছে। বর্তমানে কার্গোটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাস্টার আবু আব্দুল্লা দুপুরে জানান, পশুর চ্যানেলে ফ্লাইঅ্যাশ বোঝাই লাইটার (কার্গো) জাহাজ এমভি কফিল উদ্দিন ডুবির ঘটনায় বন্দর চ্যানেলের কোনো সমস্যা হবে না। বন্দরের চ্যানেলের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এদিকে সিমেন্ট তৈরির কাচামাল ফ্লাইঅ্যাশ (ছাই) বোজাই এ জাহাজ ডুবির ফলে এ ছাই পশুর নদী ও সংলগ্ন সুন্দরবনের পানিতে মিশে চারপাশের পরিবেশের মারাত্মক ক্ষতির আসংকা করছে স্থানীয় পরিবেশবিদরা।
০১ সেপ্টেম্বর ২০১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More