বাগেরহাটের চুলকাঠিতে হেফাজতের মিছিলে না যাওয়ার অভিযোগে ৪র্থ শ্রেনীর এক ছাত্রকে মারধর করে মাদ্রসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এবিষয়ে ঐ ছাত্রের মা নাহার বেগম বাগেরহাট জেলা প্রশাসক মুঃ শুকুর আলীর কাছে আজ লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, হেফাজত কর্তৃক বিভিন্ন সময়ে ঘোষিত মিছিল মিটিং এ অংশগ্রহন না করার কারণে গত ১৯ সেপ্টেম্বর তারিখে হযরত ওমর রাঃ মাদ্রাসার শিক্ষক মাওঃ মুফতি আব্দুল্লাহ মোরশেদ তার এক মাত্র ছেলে সোহেলকে (১২) [মাদ্রসায় দেওয়া নাম বোরহান] বেদম ভাবে মারপিট করে। পরে এবিষয়ে জানতে চাইলে তিনি আমার ছেলেকে পাঞ্জাবি কেড়ে নিয়ে মাদ্রাসা থেকে তাড়িয়ে দেয়।
এ ব্যাপারে ঐ ছাত্রের মা নাহার বেগম বাগেরহাট ইনফোকে জানান, আমার একটি মাত্র ছেলে। আমি আমার ছেলেকে মারধরের বিচার চাই।
বিষয়টি নিয়ে জেলা শিক্ষাকর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, আমাদের কাছে এধরণের কোন অভিযোগ আসেনি আসলে অবশ্যই যথায়থ ব্যবস্থা নিব।
বাগেরহাটের জেলা প্রশাসক মুঃ শুকুর আলী বাগেরহাট ইনফোকে জানান, আমরা তদন্ত সাপেক্ষে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করব।
তবে অভিযোগের ব্যাপারে ঐ শিক্ষক মাওঃ মুফতি আব্দুল্লাহ মোরশেদ এর সাথে তার মুঠফোনে (০১৯১৫৯৫১৩১০ নাম্বারে) যোগাযোগের জন্য বার বার চেষ্টা করা হলেও নাম্বর বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।
২৩ সেপ্টেম্বর ২০১৩ :: এস.এস শোহান,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More