প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে খানজাহান আলী ডিগ্রী কলেজ।
বুধবার দুপুরে এ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষন দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
ব্যানার, প্লাকাট, ফেসটুন, তোরন আর নেতানেত্রীদের বড় বড় ছবি শোভা পাচ্ছে খানজাহান আলী কলেজ ও এর আশপাশের পুরো এলাক জুড়ে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কলেজের ভবন গুলো পেয়েছে রঙের ছোয়া। সবমিলে পুর কলেজ চত্তর সেজেছে বর্ণিল সাজে।
আজ বেলা ৩টার জেলা আওয়ামী লীগ আযোজিত জনসভায় ভাষন দেবার পূর্বে জেলার বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
১৩ নভেম্বর ২০১৩ :: ইনজামামুল হক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More