বিএনপির নেতৃত্বাদীন ১৮দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার বাগেরহাটের ফকিরহাটে গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ ঘটনায় মামলা হয়েছে।
বৃহষ্পতিবার গভীর রাতে ফকিরহাট থানায় এ মামলা রেকর্ড করা হয়। মামলায় আসামী কারা হয়েছে জামায়াত-শিবিরের ৩৯৫ নেতা-কর্মীরকে।
থানা সূত্রে জানা গেছে ফকিরহাট থানার এসআই এসএম ফিরোজ আলম বাদী হয়ে বিশেষ আইনের ১৬ (২) ধারায় গত রাতে এই মামলা দায়ের করে।
মামলায় উপজেলা জামায়াতের আমির মাও. তৈয়বুর রহমান, সেক্রেটারী অধ্যাপক মোফাজ্জল হায়দারসহ ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত অভিযুক্ত করা হয়েছে আরও তিন’শ জনকে।
শুক্রবার দুপুরে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাগেরহাট ইনফোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল বৃহষ্পতিবার গভীর রাতে মামলা রেকর্ডের পর আসামীদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More