দেশ ব্যাপি ৭২ ঘন্টা অবরোধের ২য় দিন রবিবার সকালে বাগেরহাটে সড়কে অবরোধ করে ১৮ দলীয় জোট নেতারা।
অবরোধকারীরা সকাল থেকে খুলনা-বরিশাল মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে টায়ারে আগুন ও গাছের গুড়ি ফেলে অবরোধ করে।
পরে সকাল সাড়ে ১০টার দিকে অবরোধকারীরা সেখান থেকে সরে যায়।
অবরোধের সময় সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী রেজা বাবু, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম, সাধারন সম্পাদক এ্যাড আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, জেলা ছাত্রদলের সভাপতি সুজা উদ্দিন মোল্যা সুজন প্রমুখ।
এদিন ভোরে কাঁঠালতলা এলাকায় একটি মাইক্রোবাসে অগ্নিসংযোগের চেষ্টা করে পিকেটারা। এতে মাইক্রোবাসের সামান্য ক্ষতি হয়েছে বলে বাগেরহাট ইনফোকে জানান মাইক্রো ড্রাইভার আহম্মদ হোসেন।
বাগেরহাট পুলশ সুপার (এসপি) মোল্যা নিজামুল হক বাগেরহাট ইনফোকে জানান, জেলার কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটে নি। যে কোন নাশকতা রোধে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
এদিকে, অবরোধে বাগেরহাট থেকে দুরপাল্লার কোন পরিবহন ও অভ্যান্তরীন রুটে কোন ধরনের বাস, ট্রাক ও টেম্পু চলাচল করেনি।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More