বাগেরহাট প্রেসক্লাবের ২০১৪ সালের বার্ষিক সাধারন নির্বাচনে বাবুল সরদার সভাপতি ও নীহার রঞ্জন সাহা সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তানে এ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
বাগেরহাট প্রেস ক্লাবের ২৫ জন ভোটারের মধ্যে ২৪ জন ভোট প্রদানে অংশ গ্রহন করেণ।
নির্বাচনে সভাপতি পদে ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকন্ঠের বাগেরহাট প্রতিনিধি বাবুল সরদার। অপর প্রার্থী দৈনিক সমকাল ও পূর্বাঞ্চল বাগেরহাট ব্যুরো প্রতিনিধি দেলোয়ার হোসেন পেয়েছেন ১১ ভোট।
সাধারন সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিটিভির ও দৈনিক ইত্তেফাকের বাগেরহাট প্রতিনিধি নিহার রঞ্জন সাহা। তার প্রতিদন্দি দৈনিক সমাজের কথার বাগেরহাট প্রতিনিধি মো. কামরুজ্জামান পেয়েছেন ১০ ভোট।
নির্বাচিত কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে প্রার্থীতা করেন এটিএন বাংলার প্রতিনিধি শওকত আলী আকুঞ্জি, সহ-সাধারন সম্পাদক পদে এনটিভির জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম।
এছাড়া বিনা প্রতিদন্দিতায় নির্ববাচিত অন্যান্য সদস্যরা হলেন অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), নির্বাহী সদস্য অধ্যক্ষ মীর জুলফিকার আলী লুলু (বাংলাদেশ বেতার), আহসানুল করিম (বাংলাদেশ প্রতিদিন), আলী আকবার টুটুল (সময় টিভি), অধ্যাপক মাহাফজুর রহমান (চ্যানেল আই), মোঃ আজাদুল হক (দৈনিক সংবাদ)। এছাড়া ২০১৩ সালের কমিটির সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেন পদাধিকার বলে নব নির্বাচিত কমিটির সদস্য করা হয়।
নির্বাচনে নির্বাচন কমিশনারে দায়িত্ব পালন করেন দৈনিক প্রথম আলো এবং দি ডেইলি স্টারের বাগেরহাট জেলা প্রতিনিধি আহাদ হায়দার।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More