কোন কোন রাত অকারনেই মন খারাপ করিয়ে দেয়। গভীর রাতে অসীম নিঃশব্দে মনের জানালায় উকি দিয়ে যায় পুরনো কোন স্মৃতি। মনে পড়ে শৈশবের হারিয়ে যাওয়া কোন প্রিয়মুখ। হয়ত মনের গহীনে অভাব বোধ করি দূরে চলে যাওয়া কোন এক প্রিয় বন্ধুকে। একদিন যে ছিল হাসি-আনন্দে-বেদনায় সবথেকে কাছের সঙ্গী, আজ সে সরে গেছে কতটা দূরে !
যার সঙ্গ পেয়ে আর যাকে সংগ দিয়ে একদিন নিজের মানবজন্মকে সার্থক মনে হয়েছিল, যাকে বন্ধু ভেবে বন্ধুত্বের সংগা নতুন ভাবে সাজিয়ে নিয়েছিলাম আনমনে, সেই প্রিয় মুখ আজ অনেক দূরে ! যাদেরকে বন্ধু হিসেবে পেয়ে নিজেকে ধনী মনে হত, আজ তাদের থেকে কত দূরে সরে গেছি আমি !
স্মৃতি বড়ই আজব জিনিস। মনের গহীনে যেই স্মৃতি চিনচিনে ব্যাথার জন্ম দেয়, সেই স্মৃতিকে আমি সযতনে লালন করি। ব্যাথা দিক,তবুও এগুলো সত্য। আকাশের জাজ্বল্যমান শুকতারার মত আমার মনের আকাশে চিরদিন থাকবে এই স্মৃতি। কখনো মনে হয় মিথ্যা এই আত্মসম্মানবোধকে তুচ্ছ করে ছুটে যাই। ভেঙে ফেলি দুরত্বের বাধা। উজাড় করে দেই নিজের সত্তাকে।উপভোগ করি বন্ধুত্তের সুধা। মাঝে মাঝে মনে হয় সৃষ্টিকর্তা আমাকে এত জেদী করে না বানালেই বোধহয় ভাল হোত। অন্তত নিজের জেদ এর থেকে নিজের মন কে বেশী গুরুত্ব দিতে পারার মত ক্ষমতা যদি থাকত !
প্রতিটা মানুষ সারাজীবন কিছুর জন্য অথবা কারো জন্যে অপেক্ষা করে_হয়ত সচেতনভাবে নয়, অবচেতনভাবে। অপেক্ষার প্রতিটি মুহূর্ত আনন্দের আর বেদনার। আমি জানিনা আমার অপেক্ষা অর্থহীন কিনা ! কেউ ই জানে না । আমার কোন ধারনা নেই আমি আমার বন্ধুকে যতটা মিস করি তার কাছাকাছি পরিমানেও সে আমাকে মনে করে কিনা । তবুও, একদিন যাকে আমি বেস্ট ফ্রেন্ড ভেবেছি তার জন্যে অপেক্ষা করে যাব সারা জীবন। হয়ত কোনদিন আমি না পারলেও সে পারবে বন্ধুত্বকে পুনরজ্জীবিত করতে। অপেক্ষা করি সেইদিনের জন্যে। হয়ত কোন একদিন আবার আলো ঝলমল করে উঠবে আমার পৃথিবীতে। হয়ত, হয়ত কোন একদিন শেষ হবে এই অপেক্ষার।……
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More