নির্বাচনকালীন বিশেষ অভিযোনে বাগেরহাটের মোরেলগঞ্জে দুই জামায়াতের নেতার স্ত্রীকে আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার রাত শোয়া ১০টার দিকে এদেরকে নিজনিজ বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলেন- উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক বজলুর রশিদ বাদশার স্ত্রী মোসা. মেহেরুন্নেছা (৪৫) এবং জামায়াত সমর্থক ব্যবসায়ী ফারুক শেখের স্ত্রী ওয়াহিদা বেগম (৩০)।
মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এদেরকে দলের রোকন সদস্য বলে দাবি করেছেন।
মোড়েলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে ভোট কেন্দ্রে উপস্থিত না হতে ভোটারদের মাঝে প্রচারনার অভিযোগ রয়েছে।
০৪ জানুয়ারি ২০১৪ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
আরআই/এসআই হক-নিউজরুম/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More