বাগেরহাটের মোরেলগঞ্জে থানা ভবনের পার্শবর্তী একটি সবজি ক্ষেত থেকে এক নবজাতকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা শোয়া ১১টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ মৃত দেহটি উদ্ধার করে।
স্থানিয়রা জানান, সকালে থানার পার্শবর্তী এলাকার একটি সবজি ক্ষেতে নবজাতকটিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।
হতভাগ্য ওই নবজাতক শিশুর কোন ওয়ারিশ পাওয়া যায়নি। ঘটনাটি কোন মায়ের পাপের ফসল বলে অনুমান করছে স্থানীয় লোকজন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাগেরহাট ইনফোকে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ নবযাতক কন্যা সন্তানটির লাশ উদ্ধার করেছে। অবৈধ গর্ভপাতের পর কেউ নবযতকটিকে ফেলে গেছে বলে প্রথমিক ভবে মনে হচ্ছে বলে জানান তিনি।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More