দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা-ভাংচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদে বাগেরহাটে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার সন্ধায় সংগঠনের জেলা শাথার উদ্যগে শহরের হরিসভা মন্দির থেকে মশাল মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেস ক্লাবের সমনে পথসভা করে।
সভায় গৌরঙ্গ সাহার সভাপতিত্বে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাডঃ মিলন কুমার ব্যানার্জি, অমিত রায়, অলোক চক্রবর্তী, জুয়েল মন্ডল প্রমুখ।
সভায় বক্তারা বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা, নির্যাতন ও বিভিন্ন মন্দির ভাংচুর কারীদের গ্রেফপ্তার এবং সহদৃষ্টান্ত মুলক স্বাস্তির দাবী করেন।
এসময় তারা বুধবার মধ্যরাতে জেলার মোড়েলগঞ্জ উপজেলার রামচন্দ্রপূর ইউনিয়নে দু’টি মন্দিরে অগ্নিসংযোগকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী দাবিতে আগামী শনি ও রবিবার নতুন কর্মসূচি ঘোষনা করা হয়।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More