বাগেরহাট সরকারী শিশু পরিবার (বাগেরহাট)। সাধারনত আমরা এই পরিবারটা কে এতিমখানা বলে থাকি, কিন্তু এই পরিবার এর ভেতর যে যায় নি সে কখনো বুঝবে না এই পরিবারের মর্ম।
আমার অনুরোধ অবসর সময়ে মার্কেট, পার্কে ঘোরার পাশাপাশি এসব শিশুর পাশে গিয়া বসেন। গল্প করেন দেখবেন আপনার মনের কথাও একটু শান্তির ছোঁয়া পাবেন।।
এই শিশু দের কোন উচ্চ আকাঙ্ক্ষা নাই।। আপনি যখন তাদের সাথে বসে গল্প করবেন দেখবেন ওদের মুখ এর হাঁসি…।।
এই শিশুরা আমাদের মত লোকের সাথে কথা বলতে ভয় পায়।। “ওদের কথা আমরা গরীব, এতিম বলে আমদের সবাই অবজ্ঞা করে” তাই আসুন আমরা এই শিশুদের পাশে এসে দাড়াই.. এই পরিবার টাকে নিজের পরিবার এর মত ভাবি…..।

Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More