টয়লেটে বসে মোবাইল ফোন ব্যবহার করা মানুষের সংখ্যা বাড়ছে। সম্প্রতি যুক্তরাজ্যে দুই হাজারেরও অধিক ব্যক্তিকে নিয়ে পরিচালিত এক জরিপে উঠে এসেছে এ মজার তথ্য।
যুক্তরাজ্যের মোবাইল সেবাদাতা ওটু ও জাপানের ইলেকট্রনিক পণ্য নির্মাতা সনির করা এই জরিপে, ২৫ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা মূত্রত্যাগের জন্য টয়লেটে গিয়ে সেখানেও মোবাইল ফোন ব্যবহার করতে বসে যান। জরিপে অংশগ্রহণকারীর ৫৯ শতাংশ জানিয়েছেন, টয়লেটে বসে তাঁরা বার্তা পাঠান আর ৪৫ শতাংশ জানিয়েছেন তাঁরা মেইল পাঠান, ৩১ শতাংশ মোবাইলে ফোন এলে তা গ্রহণ করেন আর মোবাইলে কল দেন ২৪ শতাংশ।
জরিপের একটি প্রশ্ন ছিল, টয়লেটে গেলে মোবাইল ফোন সঙ্গে রাখেন কেন?
জরিপে অংশগ্রহণকারীর অধিকাংশ উত্তর দিয়েছেন, টয়লেটে বসে আর কিছু করার থাকে না। বিরক্তি কাটাতেই মোবাইল ফোন সঙ্গে নেন তাঁরা।
জরিপে উঠে এসেছে আরেক মজা তথ্য দেখা গেছে, টয়লেটে মোবাইল ফেলে দেন ১৫ শতাংশ ব্যবহারকারী। আর এই জরিপের ফল দেখেই পানি-রোধী এক্সপেরিয়া জেড স্মার্টফোনটি তৈরি কর হয়েছে বলে জানায় সনি।
এদিকে, ওটুর কর্মকর্তা ডেভিড জনসন জানিয়েছেন, যুক্তরাজ্যের মানুষ এখন স্মার্টফোনে মাল্টি টাস্কে বা একাধিক কাজে ব্যস্ত হয়ে পড়েছে। অফিসে, রাস্তায় হাঁটতে, কফি খেতে খেতে এমনকি টয়লেটেও স্মার্টফোনের ব্যবহার বাড়ছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More