ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী হারুন শিকারী (৪৫) নামের একজন নিহত ও ১০ জন আহত হয়েছে।
আজ সন্ধ্যায় উপজেলার ফলতিতা নামক স্থানে ফেনী থেকে খুলনার উদ্দেশ্যে আসা শতাব্দী পরিবহনে (খুলনা মেট্রো-জ-১১-০১৭১) বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সাইকেল আরোহী হারুন শিকারীকে চাপা দিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় গুরুতর আহত আরো ১০জনকে উদ্ধার করে খুলনার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। নিহত হারুন শিকারী ফকিরহাটের সিংগাতী এলাকার শাহাজান শিকারীর ছেলে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More