চার দিনেও সন্ধান মেলেনি বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজ ৮ম শ্রেণীর স্কুল ছাত্রীর। এ ঘটনায় মেয়েটি’র পিতা চিতলমারী থানায় একটি জিডি করলেও পুলিশ কোন সহযোগীতা করছেনা বলে পরিবারে পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সাংবদিকদের জানান মেয়েটির পিতা শাহাদাৎ হোসেন ও মাতা সালমা বেগম।
সংবাদ সম্মেলনে জানান হয়, চিতলমারী উপজেলা’র শ্যামপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন মোল্লা’র মেয়ে স্থানীয় এসএম মাধ্যামিক বিদ্যালয়ে’র ছাত্রী বৃষ্টি (১৩) গত ২ মার্চ সকালে বাড়ী থেকে প্রাইভেট পড়তে বের হয়ে নিখোজ হয়। অদ্যবদি তার কোন খোজ পাওয়া যায়নি।
মেয়েটি’র পিতা-মাতা জানান, তাদের কলেজ পড়া ছেলে সাব্বির আহম্মেদ এর সাথে চিতলমারী থানার এসআই তন্ময় এর শ্যালক চিতলমারী বাজার এলাকার দুলাল চন্দ্র বসু’র ছেলে পার্থ বসু’র পুর্ব বিরোধ রয়েছে। আর এই বিরোধে’র জের ধরে পার্থ বসু তার ভগ্নিপতি দারোগা তন্ময় এর মাধ্যমে সাব্বির আহম্মেদ কে গাজা দিয়ে আটক দেখিয়ে আদালতে’র মাধ্যমে জেল হাজতে প্রেরন করে। আর এর পরদিন মেয়ে বৃষ্টি নিখোজ হয়।
এ ঘটনায় মেয়ে’র খোজ পেতে পুলিশে’ সহযোগীতা চেয়ে না পেয়ে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More