বাগেরহাট জেলা যুবদলে’র যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হুদা (৪৫) কে এলোপাতাড়ী কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে বাসায় ফেরার পথে শহরের আলীয়া মাদ্রাসা রোড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
তাকে মুমুর্ষ অবস্থায় প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই সেখান থেকে তাকে ঢাকা এ্যপোলো হাসপাতালে ভর্ত্তি করা হয়।
পুলিশ ও হাসপাতাল সুত্র জানায়, বাগেরহাট শহরের খারদ্বার এলাকার মৃতঃ হাসেম সেখে’র ছেলে নাজমূল হুদা সোমবার রাতে বাসায় ফেরার পথে আলীয়া মাদ্রাসা রোড এলাকায় ৭/৮ জন দুবৃর্ত্ত তার পথরোধ করে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা করে। এসময় নাজমূল মাথায় মারাত্বক জখম হয়েছে।
বাগেরহাট মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আজম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই ঘটনায় কেহ থানায় কোন অভিযোগ করেনি। তবে পুলিশ বিষয়টি আন্তরিকভাবে তদন্ত করছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More