মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবতজীবন কারাদন্ড দেওয়ায় বাগেরহাটে আনন্দ মিছিল করেছে
জেলা আওয়ামীলীগ ও তার সকল অংগসংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মীরা।
ঢাক-ঢোল বাদ্যবাজিয়ে মিছিলে শ্লোগান দেয় তারা। আনন্দ মিছিলটি জেলা আওয়ামীলীগের অস্থায়ীকার্যালয় রেলরোড থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে রেলরোড এলাকায় একটি সংক্ষিপত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও যুববলীগ নেতা খান মুজিবর রহমান সহ অন্যান্য অংগসংগঠনের নেতৃবৃন্দ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More
sob koyta ekta uneducated dog ta na hoyle ey rai a kewo ki anondo michil kore.