বাগেরহাটের মোরেলগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নিখোঁক জেলে মো: কবির হোসেনের (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ হওয়ার একদিন পর রোববার দুপুর ২টার দিকে পানগুছি নদী তীরবর্তী বদনিভাঙ্গা গ্রামের নদীর চর থেকে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।
নিহত কবির হোসেন মোরেলগঞ্জ উপজেলার পশুরবুনিয়া গ্রামের মৃত আঃ হালিম হাওলাদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে কবির ও তার ছেলে প্রতিদিনের ন্যায় পার্শবর্তী পানগুছি নদীতে মাছ স্বীকারে যায়। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে কবির নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়ার একদিন পর আজ বেলা দুটার দিকে সানকি ভাঙ্গায় নদীর চড়ে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়।
০৪ মে ২০১৪ :: জামাল হোসেন বাপ্পা,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক–নিউজরুম এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More