একটি কলা গাছে ১৯টি মোচা! কি অবাক হচ্ছেন? অবাক হবারই কথা। কিন্তু এটাই সত্য।
প্রকৃতির আপন খেয়ালে এমন ঘটনা ঘটেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার একটি কলা গাছে।
উপজেলার উদয়পুর উত্তর কান্দি গ্রামের খায়রুল ইসলাম মৃধার বাড়ির একটি কলা গাছে ধরেছে এই মোচাগুলি। আর তা এক নজর দেখতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে বাড়িটিতে।
সাধারণত কলা কাছে একটি কাধি এবং তাতে একটি মোচা থাকে। তবে খায়রুল ইসলামের বাড়িতে ওই কলা গাছটিতে একটি কাধি থাকলেও তাতে মোচা ধরেছে ১৯টি। আর ক্ষুদ্র মোচাকৃতির কয়েকটি কলা রয়েছে। যা দেখতে অত্যান্ত দৃষ্টি নন্দন।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কাজী জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে বাগেরহাট ইনফো ডটকমকে তিনি বলেন, ‘এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। মূলত প্রকৃতির আপন খেয়ালেই এরূপ হয়ে থাকে।’
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More