বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের (দা’ এর কোপে) আঘাতে খালেক শেখ (৬৫) নামে এক শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্য হয়েছে।
শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের দক্ষিণ সন্নাসী গ্রামে এই ঘটনা ঘটে।
রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ হত্যাকান্ডে ব্যবহ্নত রক্তমাখা ধারালো দা এবং নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহত আব্দুল খালেক শেখ ওই গ্রামের মৃত আহম্মদ আলী শেখের ছেলে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন।
স্থানীয়রা বাগেরহাট ইনফো ডটকমকে জানান, শুক্রবার সন্ধার দিকে নিহত খালেক শেখের প্রতিবেশি একই গ্রামের মোকাম্মেল হোসেন শেখের ছেলে জাহিদ শেখ (৩০) তাদের বাড়িতে যায়। তিনি খালেকের বসতঘরে ঢুকে খালেককে ধারালো দা দিয়ে এলোপাথাড়ী কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খালেকের মৃত্যু হয়।
ঘটনাস্থলে থাকা রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমারত হোসেন বাগেরহাট ইনফো ডটকমকে জানান, নিহত খালেকের মাথা, ঘাড়ে, পিঠে এবং বাম হাতে একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। জাহিদ নামে ওই যুবক কি কারনে তাঁকে কুপিয়ে হত্যা করেছে তা জানা যায়নি।
জড়িত জাহিদকে ধরতে পারলে হত্যাকান্ডের রহস্য জানা যাবে। হত্যাকান্ডে জড়িত জাহিদকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
নিহতের প্রতিবেশিদের বরাত দিয়ে তিনি আরো জানান, আব্দুল খালেক শারীরিকভাবে প্রতিবন্দ্বী ছিলেন। তিনি রামপাল উপজেলাসহ বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে তার জীবিকা নির্বাহ করে আসছিলেন।
ঘটনার পর জাহিদকে ওই বাড়ি থেকে বেরোতে দেখেছে বলে প্রতিবেশিরা পুলিশের কাছে অভিযোগ করেছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More