বাগেরহাটে শিশুদের জন্য শুরু হয়েছে বিজয় শিশু শিক্ষা কার্যক্রম। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি’ এর উদ্যোগে এই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের খারদার এলাকায় আমাদের গ্রাম কার্যালয়ে এ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যপ্রযুক্তিবিদ ও বিজয় শিশু শিক্ষার প্রবর্তক মোস্তাফা জব্বার। মোস্তাফা জব্বার বলেন, শিশুদের প্রযুক্তিবান্ধব হিসেবে বড় করতে কম্পিউটারের সঙ্গে ছোটবেলা থেকেই পরিচয় করিয়ে দিতে হবে। আনন্দময় শিক্ষা প্রদানের মাধ্যমে শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মূখার্জী রবীন্দ্র নাথ, পরিবেশকর্মী মাহফুজুর রহমান, সাংবাদিক আহাদ হায়দার, আমাদের গ্রামের সংগঠক রেজাউল করিম, শিশু বিকাশ কেন্দ্রের সমন্বয়ক দীপক ব্যানার্জী।
বিজয় শিশু শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাট শহরের ৪-৬ বছরের শিশুদের কম্পিউটার ও মাল্টিমিডিয়ার মাধ্যমে বাংলা, অংক ও ইংরেজী শেখানো হবে। সপ্তাহে ৫ দিন প্রভাতী ও দিবা শাখার মাধ্যমে শিশুদের ক্লাস নেওয়া হবে। প্রতি বৃহস্পতিবার শিশুদের নিয়ে আয়োজন করা হবে পাঠচক্র ও চলচ্চিত্র প্রদর্শনী। অনুষ্ঠানে বাগেরহাট শহরের বিভিন্ন শ্রেণীর শিশু ও তাদের অভিভাবকরা অংশ নেন।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More