বিশ্বের সর্ববৃহৎ ‘ম্যানগ্রোভ ফরেস্ট’ সুন্দরবন। ১০ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এ বনের ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটারেরই মালিকানা বাংলাদেশের।
বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং বরগুনা জেলার কিছু অংশ নিয়ে গোড়ে ওঠা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রক্ষাকবচ এই বনকে ঘিরে জীবন ও জীবীকা প্রায় ৭ লাখ পরিবারের। কিন্তু জলদস্যু ও বনদস্যুর হাতে জিম্মি এই মানুষগুলো।
অপার প্রাকৃতিক সৌন্দর্য আর সম্পদের বিপুল সমারহ এ বনের দখল গোটা ত্রিরিশেক ছোট-বড় দস্যুবাহিনীর কাছে। তাদের কাছে আছে আধুনিক অস্ত্র। আর এ অস্ত্রের ভয়ে সন্ত্রস্ত বনজীবীরা।

বিভিন্ন সময়ে র্যাব পুলিশের সঙ্গে ক্রসফায়ারে পরে কোনো কোনো বাহিনীর প্রধান মারা পড়ে। ভেঙ্গে যায় সে বাহিনী কিন্তু শেষ হয়ে যায় না। আবার গড়ে ওঠে নতুন বাহিনী। শুরু হয় নতুন নতুন নামে নতুন সন্ত্রাস!!
আর এসব দস্যু বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না এই বনের প্রধান আর্কষণ রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ এমন কি কুমিরও। টান দুই সপ্তাহের অভিযানে সুন্দরবনের বাংলাদেশ অংশ ঘুরে এসে এসব বিষয়ে রিপোর্ট তৈরী করেছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রহমান মাসুদ।
আজ থেকে ধারাবাহিক রিপোর্ট থাকছে এনিয়ে। আজ (বৃহস্পতিবার) থাকবে প্রথম পর্ব – “সুন্দরবনের দস্যু নামা !“
পড়তে চোখ রাখুন bagerhatinfo.com এ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More