বাগেরহাটের সিএনবি বাজারর এলকায় বাপ্পি শিকদার (২০) নামে এক যুবকে খুন করে তার মটর সাইকেল ছিনতাই এর ঘটনা ঘটেছে।
সোমবার দিবগত রাতের কোন একসময় এ হত্যার ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার সকালে স্থানীয়রা বাগেরহাট-খুলনা মহাসড়কের সিএনবি বাজার শ্মশান ঘাট এলাকায় মহাড়কের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত বাপ্পি শিকদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ব্রাক্ষ্মনকাঠী গ্রামের সত্তার শিকদারের ছেলে। সে ভাড়ায় মটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার এলাকা থেকে ভাড়ায় যাত্রী নিয়ে বাগেরহাটের দিকে আসেন বাপ্পি। এর পর রাতে আর বাড়ি ফেরেনি তিনি।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ সিএনবি বাজার এলাকায় মহাসড়কের পাস থেকে তার মৃত দেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান বাগেরহাট ইনফো ডটকমকে জানান, পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। নিহতের মাথা এবং শরিরের বিভিন্ন স্থানে ধারল অস্ত্রের আঘাত রয়েছে। প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে মটরসাইকেল ছিনতাই এর উদ্যেশে এ হত্যা কান্ড ঘটে থাকতে পরে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More