বাগেরহাটের চিতলমারীতে গতরাতে নিখোঁজ এক যুবকের গলা কেটে জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার পরানপুর এলাকার একটি পাট ক্ষেত লাশটি উদ্ধার করে চিতলমারী থানা পুলিশ।
উদ্ধারকৃত মাসুম শেখ (২৮) চিতলমারী উপজেলার পরানপুর গ্রামের মকবুল শেখের ছেলে। শ্বশুর বাড়ীতে বেড়াতে গিয়ে তিনি নিহত হয়েছেন বলে নিহতর পরিবার দাবি করে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার বাগেরহাট ইনফো ডটকমকে জানায়, সোমবার রাতে শ্বশুর বাড়ী থেকে ফেরার পথে মাসুম নিখোঁজ হয়। মঙ্গলবার দুপুর ১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ উপজেলার পরানপুর এলাকার একটি পাট ক্ষেত থেকে মাসুনের জবাই করা লাশ উদ্ধার করে।
এঘটনায় থানায় একটি মামলা দয়েরের প্রস্তুতি চলছে।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে মাসুমের শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্য করেছে। তবে এখন পর্যন্ত এ হত্যার জড়িত কাউকে আটক করা যায় নি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More