প্রচ্ছদ / খবর / ষাটগুম্বজ মসজিদে মুসল্লিদের ঢল

ষাটগুম্বজ মসজিদে মুসল্লিদের ঢল

Bagerhat-Pic-1(29-07-2014)Eid-Zamatপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদে বাগেরহাটের সর্ববৃহৎ ঈদ জামাতে মসজিদে মুসল্লিদের ঢল নামে।

মঙ্গলবার সকাল ৯টায় ও সাড়ে ৯টায় ঈদুল ফিতরের দুটি নামাজের জামাত অনুষ্ঠিত হয় এখানে।

বাগেরহাটের সর্ববৃহৎ এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দ্বিতীয় বৃহৎ ঈদের জামাতে অংশ নেয় দেশী-বিদেশী পর্যটনসহ দূর-দূরন্ত থেকে আসা প্রায় ২০ হাজার মুসল্লি।

তবে, শরহরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৮ টায় বাগেরহাট আলিয়া মাদ্রাসা মাঠে।

Bagerhat-Pic-2(29-07-2014)Eid-Zamatবিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাতে ইমামতি করে হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান ও দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগুম্বজ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন।

এসময় এক কাতারে ঈদের নামাজ নামাজ আদার করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতিসহ বাগেরহাট ও পার্শবর্তি জেলা সমূহ থেকে আসা সাধারণ মানুষ।

নামাজ শেষে দেশ ও জাতীয় সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Bagerhat-Pic-3(29-07-2014)Eid-Zamatএছাড়া শহরের পুরাতন কোর্ট মসজিদে সকাল ৮ টায়, খারদ্বার ঈদগাহ ময়দানে সাড়ে ৭ টায়, মিঠা পুকুর পাড় জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়সহ শহরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত প্রধান প্রধান ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

২৯ জুলাই ২০১৪ :: সিনিয়র করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About Inzamamul Haque