ঐতিহ্যবাহী বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রাচীর না দিয়ে সবার জন্য উন্মুক্ত রাখা এবং সংরক্ষনের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকালে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ দাবিতে মানববন্ধনে অংশ নেয় বিদ্যালটির প্রায় শতাধিক প্রাক্তন ছাত্র ।
মাবনবন্ধন থেকে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী এ মাঠটিকে রক্ষার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানোর পাশাপাশি তারা মাঠে সীমানা প্রাচীর না দিয়ে সবার খেলাধুলার জন্য মাঠটি উন্মুক্ত রাখা, মাঠের সৌন্দর্য নষ্ট না করা এবং খেলাধুলা ব্যতিত অন্য কোন প্রকার আয়াজনে মাঠটিকে ব্যবহৃত হতে না দেওয়ার জন্য সকলে প্রতি আহ্বান জানান।
বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৈয়দ মেশকাদ আনোয়ার জানান, ঐতিহ্যবাহী সরকারি স্কুলের মাঠে আগে আন্ত:স্কুল ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতা হতো। ওই প্রতিযোগিতার মধ্যে দিয়ে ভাল খেলোয়ার তৈরী হতো। যারা পরবর্তিতে জেলা দলে খেলার সুযোগ পেত।
কিন্তু বর্তমানে এই মাঠে কোন খেলাধূলা হয়না তাই জেলা থেকে কোন ভাল খেলোয়ারও বের হচ্ছেনা।
প্রক্তন শিক্ষার্থীর কাজী তৌহিদুর রহমান বলেন, মাঠের একটি বড় অংশ এবং পাশের পুকুরটি বেশ ক’বছর আগেই জেলা শিক্ষা অফিসের স্থাপনা তৈরির জন্য দখল হয়েছে। বর্তমানে কর্তৃপক্ষ উন্নয়নের নামে মাঠে উঁচু সীমানা প্রাচীর দিয়ে মাঠের সৌন্দর্যহানি ঘটাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা অবশ্যই মাঠের উন্নয়ন চাই তবে তা হতে হবে পরিকাল্পিত। এই মাঠে যেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সব ধরনের খেলায় অংশ নিয়ে ভাল খেলোয়ার হতে পারে সেই দাবীই রাখছি আমরা প্রাক্তন ছাত্ররা।
মানববন্ধন থেকে মাঠটি দখলেরর যেকোন রুপ প্রচেষ্ট বন্ধ করে মাঠের স্বাভাবিক সৈন্দর্য ফিরিয়ে দেওয়া না হলে আগামীতে কঠোর আন্দলনের ঘোষনা দেন প্রক্তন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, শামীম হাসান, স্থপতি মঈনুল করিম, সরদার রাজীব হাসান ও আহসান উল ইসলাম দীপু প্রমুখ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More