যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গত ৮ ফেব্রুয়ারির মহা-সমাবেশের আহ্বানে সাড়া দিয়ে জামায়াত পরিচালিত ইসলামী ব্যাংক বাগেরহাট শাখা থেকে নিজেদের হিসাব প্রত্যাহার করে নিয়েছেন দু’জন গ্রাহক।
এরা হলেন- বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকার স্কুল শিক্ষিকা মোসাম্মাত পিয়ারা আক্তার এবং বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট এলাকার অ্যাডভোকেট সরদার ইলিয়াস হোসেন।
পিয়ারা বেগম জানান, শাহবাগের আন্দোলনরত তরুণ প্রজন্মের জামায়াত-শিবিরের নিয়ন্ত্রণে থাকা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে আহবান জানিয়েছে তাতে সাড়া দিয়ে তিনি সোমবার ইসলামী ব্যাংক বাগেরহাট শাখা থেকে তার দশ বছর মেয়াদী ৫৯৩৬ নম্বর ডিপোজিট হিসাবটি প্রত্যাহার করে নিয়েছেন।
অ্যাডভোকেট ইলিয়াস হোসেন জানান, একই কারণে তিনি রোববার ওই ব্যাংকে তার সঞ্চয়ী হিসাবটি (নং-১৭১৪৩) প্রত্যাহার করেছেন। হিসাব তুলে নিয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হলেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আদর্শিক প্রশ্ন। লাভ-ক্ষতি হিসাবের সময় না।’
মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে তরুণ প্রজন্মের সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানান তারা।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More