বাগেরহাটে পুলিশি বাধার কারনে পন্ড হয়ে গেছে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল।
সাম্প্রতি ঘোষিত জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে কেন্দ্র ঘোষীত কর্মসূচীর অংশ হিসাবে বাগেরহাট জেলা বিএনপি’র কার্যলয় থেকে একটি মিছিল বের করে দলটির নোতা-কর্মীরা।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হবার পথে পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশের বাধার কারনে কার্যালয়ের সামনের রাস্তাই সংক্ষিপ্ত পথসভা করে তারা।
এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী রেজা বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, জেলা যুগ্ন সম্পাদক শমশের আলী মোহন, পৌর সভাপতি সাহেদ আলী রবি, শ্রমিকদলের সভাপতি লিয়াকত সরদার, যুবদলের সভাপতি মেহেবুবুর হক কিশোর, ছাএদলের সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন প্রমুখ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More