পিচ্চি মুরাদ আতংকে ভুগছেন বাগেরহাটের মংলার সংখ্যালঘু পরিবার। কয়েকশ’ হিন্দু পরিবার বুধবার মংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ উদ্বেগের কথা জানান।
তারা বলেন- মংলার দিগরাজ এলাকার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুতেই এই মুরাদ এখন আতংকের নাম।
সংবাদ সম্মেলনে মংলা থানা আওয়ামীলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক বুড়িডাঙ্গা ইউনিয়নের মেম্বর নীল কমল গাইন বলেন-স্থানীয় প্রভাবশালীদের ইন্দোনে পিচ্চি মুরাদ এতই বেপরোয়া যে তার মুখে একটাই বুলি “আমার কাজ হলো ধর তক্তা মার পেরাগ”।
কমল গাইন আরো জানান, সবশেষ দিগরাজের বিদ্যার বাহন এলাকার ঘের ব্যবসায়ী শ্রীনিবাস রায়ের কাছে চাঁদা হিসাবে ল্যাবটব দাবি করে এই মুরাদ। দিতে অপরাগতা করলে শ্রীনিবাসের চৌদ্দগুষ্টি উদ্ধারের করার হুমকি দেয় সে। এই অবস্থায় প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে মুরাদুল ইসলাম নিপুর কাছে জানতে চাইলে তিনি নিজেকে দিগরাজের একটি অখ্যাত পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বাগেহরাট ইনফোকে বলেন- আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More