প্রচ্ছদ / খবর / “বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন-এগিয়ে আসুন সুন্দরবন রক্ষায়”

“বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন-এগিয়ে আসুন সুন্দরবন রক্ষায়”

বাগেরহাটে  সুন্দরবন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন-এগিয়ে আসুন সুন্দরবন রক্ষায়”এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটে নানা কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে সুন্দরবন দিবস। বৃহস্পতিবার সকালে বাগেরহাট শহীদ মিনার চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।

পরে এ্যাডভোকেট মো: মোজাফফর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মূ: শুকুর আলী।

এছাড়া অন্যদের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার খোন্দকার রফিকুল ইসলাম, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ সুকন্ঠ কুমার মন্ডল, পূর্ব সুন্দরবন বিভাগীয় কর্মকর্তা মো: আমির হোসাইন চৌধুরী, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারি ড. ফরিদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড.  মো: শাহ আলম টুকু প্রমুখ।

আলচনা সভা শেষে সুন্দরবন বিষয়ক পটগান পরিবেশন করা হয়।
পূর্ব সুন্দরবন বন বিভাগ ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং জেলা প্রশাসন ও প্রেসক্লাবের সহযোগিতায়  সুন্দরবন দিবস পালন করা হয়।

উল্লেখ্য,২০০১ সালে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ খুলনায় প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসে দেশের সকল মানুষদের সুন্দরবনকে বাঁচাতে আহ্বান জানিয়েছিলেন।
বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন ৫ জেলার বিভিন্ন সংগঠন প্রতি বছর ১৪ ফেব্রুয়ারী ‘সুন্দরবন দিবস’ পালন করে আসছে।

About Inzamamul Haque