প্রচ্ছদ / খবর / পরীক্ষার উত্তরপত্র উদ্ধার

পরীক্ষার উত্তরপত্র উদ্ধার

মোড়েলগঞ্জে আবাসিক হোটেল থেকে দাখিল পরীক্ষার উত্তরপত্র উদ্ধারের ঘটনায় মাদ্রাসা শিক্ষাবোর্ডের তদন্ত দলের সরোজমিন পরিদর্শন।

বাগেরহাটের মোড়েলগঞ্জে চলতি আবাসিক হোটেল থেকে দাখিল পরীক্ষার ৫টি উত্তরপত্র উদ্ধারের ঘটনার বিভাগীয় তদন্ত সম্পন্ন হয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক গঠিত তদন্ত দল বৃহস্পতিবার সরোজমিনে এ ঘটনার তদন্ত করতে মোড়েলগঞ্জে এসেছে।

তদন্ত দলের প্রধান যশোর আমিনীয়া সিরিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম এবং তার সাথে ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ড খুলনা আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম। তদন্ত দলটি কেন্দ্র সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোহর আলী, কেন্দ্র সচীব মাওলানা আব্দুল হালিম, থানা ওসি আসলাম উদ্দিনসহ সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলেছেন আজ।

উত্তরপত্র উদ্ধার হওয়া সুন্দরবন আবাসিক হোটেলের সেই কক্ষটিও পরিদর্শন করেছেন তারা।

উল্লেক্য, গত ৮ ফেব্রুয়ারী কোরআন পরীক্ষা চলাকালীন সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে ৫টি উত্তরপত্র পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে মোড়েলগঞ্জে থানা পুলিশ। এ ঘটনায় ঐ দিনই অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের হয়।

পুলিশ গত এক সপ্তাহে এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি এবং কেন্দ্র সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জোহর আলীও এ বিষয়ে পৃথক কোন ব্যবস্থা গ্রহন করেননি। কেন্দ্র কর্তৃপক্ষের এমন নির্লিপ্ততায় মাদ্রাসা শিক্ষকরা দুইভাগে বিভক্ত হয়ে ঘটনাটি একে অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা চালাচ্ছে।

আর এরই মাঝে অবশেষে ঘটনা স্থল পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে সরোজমিন কথা বলল তদন্ত দল।

About ইনফো ডেস্ক