মংলা সমুদ্র বন্দরের প্রবেশ মুখ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকার একটি সারবাহী বিদেশি জাহাজ ডুবোচরে আটকে পড়েছে।
রোববার দুপুরে সারবাহী একটি বিদেশি জাহাজ আটকে যায়। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত সেটি উদ্ধার করা হয়নি।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ সূত্র জানায়, ফিলিপাইনের পতাকাবাহী জাহাজ এমভি তুপিমিডেন প্রায় ২২ হাজার মেট্রিক টন টিএসপি সার নিয়ে চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে মংলা সমুদ্র বন্দরে আসছিল। বন্দর থেকে ১০০ কিলোমিটার দূরে থাকতেই রোববার দুপুরে সেটি ফেয়ারওয়ের ১০ নম্বর বয়া-সংলগ্ন এলাকার একটি ডুবোচরে আটকে যায়।
জাহাজটির স্থানীয় এজেন্ট ইউএমএল শিপিং লাইনের প্রতিনিধি শেখ বদিউজ্জামান বলেন, জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে মংলা বন্দরে আসার পথে ডুবোচরে আটকে যায়। তবে এটি ঝুঁকিমুক্ত রয়েছে। এ ছাড়া জাহাজে অবস্থানরত ২০ নাবিকও সুস্থ আছেন।
মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার খান মোহাম্মদ আখতারুজ্জামান জানান, জাহাজটি উদ্ধারের জন্য এমটি সারথি-২ নামের একটি জাহাজ পাঠানো হয়েছে। খুব শিগগির চর থেকে জাহাজটি উদ্ধার করা সম্ভব হবে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More