প্রচ্ছদ / খবর / শরণখোলার দুই অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

শরণখোলার দুই অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

এরা হলেন- পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের ছোমেদ হাওলাদারের ছেলে মজিবর রহমান হাওলাদার (৫৫) এবং পটুয়াখালী সদরের পশ্চিম আউলিয়াপুর গ্রামের হাতেম আলী হাওলাদরের ছেলে সোবাহান হাওলাদার (৩৫)।

মঙ্গলবার দুপুরে শরণখোলা উপজেলার সাউথখালি ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে হাবিবুর রহমান ওরফে হাবিলের বাড়ির পেছনের কলাবাগানে মাটিচাপা দেয়া লাশ দু’টি উদ্ধার করে থানা পুলিশ।

বুধবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে লাশ দুটি ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আব্দুস সালেক বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বিভিন্ন গণমাধ্যমে খবর দেখে নিহতদের পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

পরে মজিবরের ছেলে মনির হাওলাদার এবং সোবাহানের ছেলে আনসার সদস্য নাসির হওলাদার বাগেরহাট এসে লাশ দু’টি সনাক্ত করেন।

এদিকে, এই ঘটনায় শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন।

ওসি সালেক বলেন, “দুই জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।”

বাড়ির মালিক হাবিলকে ধরতে পারলে আসল ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

সোবাহানের ছেলে নাসির হওলাদার বাগেরহাট ইনফো ডটকমকে জানান, তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে পটুয়াখালী শহরে থাকতেন। গত ১৮ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এবিষয়ে পটুয়াখালী সদর থানায় গত ২৮ তারিখ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলেও তিনি জানান।

মজিবরের ছেলে ছেলে মনির হাওলাদার বাগেরহাট ইনফো ডটকমকে জানান, ৮ বছর আগে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর তারা কোথায় থাকতেন তিনি জানেন না।

০৮ অক্টোবর ২০১৪ :: স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
বিডিএন২৪/আই হক-এনআরএডিটর/বিআই
**মাটি চাপা দেয়া দু’টি অজ্ঞাত লাশ উদ্ধার

About ইনফো ডেস্ক