বাগেরহাটের রামপালে চিংড়ি ঘের থেকে হাসিনা বেগম (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের গোনাবেলাই গ্রামের একটি চিংড়ি ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর দূর্বৃত্তরা তার লাশ ঘেরের পাড়ে ফেলে রাখে।
নিহত হাসিনা বেগম গোনাবেলাই গ্রামের মৃত তোবাব আলীর মেয়ে এবং হাবি সরদারের স্ত্রী।
রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) ঠাকুর দাস মন্ডল বাগেরহাট ইনফো ডটকমকে জানান, ৪/৫ বছর আগে খুলনার হাবি সরদারের সঙ্গে হাসিনার বিয়ে হয়। বিয়ের পর স্বামীকে নিয়ে বাবার ৭-৮ বিঘা জমিতে চিংড়ি চাষ শুরু করেন তিনি। ঘেরের পাশেই ঘর বানিয়ে থাকতেন তারা।
মঙ্গলবার সকালে হাবি সরদার খুলনায় তার বড়িতে বেড়াতে যান এবং ওই দিন রাতে আর ফিরে আসেন নি। বুধবার সাকালে পার্শবর্তি ঘেরের লোকেজন হাসিনার লাশ ঘেরের আইলে (পাড়ে) থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ এসে তার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
তিনি আরো বলেন, নিহতের গলায় রশির দাগসহ শরেিরর ভিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাতের কোন এক সময় দূর্বিত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি। তবে কি করানে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি তিনি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More