প্রচ্ছদ / খবর / ৩ দিনব্যাপী রাস উৎসব শুরু

৩ দিনব্যাপী রাস উৎসব শুরু

rash-mela-sundarbansসুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর পাড়ের দুবলার চরে বুধবার থেকে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব।

উৎসবকে ঘিরে বুধবার ভোর থেকে মংলাসহ সুন্দরবনের ৮টি পথ দিয়ে দুবলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে হাজার হাজার পূর্ণার্থী।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় দুবলার চরের আলোরকোলে আয়োজিত অনুষ্ঠানে ফানুস উড়িয়ে ৩ দিনের রাস মেলার উদ্বোধন করেন মেলা আয়োজক কমিটির নেতা ও দুবলা ফিসারম্যান গ্রুপের চেয়ারম্যান মেজর (অব:) জিয়া উদ্দিন আহমেদ।

শুক্রবার ভোরে সাগরের নোনা জলে গঙ্গা স্নানের মধ্যদিয়ে শেষ হবে এই মেলা।

বাংলা কার্ত্তিক মাসের শেষে বা অগ্রহায়ণের প্রথম দিকের ভরা পূর্ণিমার তিথিতে এ রাস উৎসব উদযাপিত হয়ে থাকে।

RashMala-Pic-1(05-11-14)হিন্দু ধর্মালম্বীরা এ সময় পূর্ণিমার জোয়ারের লোনা পানিতে স্নান করে তাদের পাপ মোচন হবে এমন বিশ্বাস নিয়ে রাস উৎসবে যোগ দিলেও, কালের বিবর্তনে এখন তা নানা ধর্ম-বর্ণের লোকেদের মাঝে ছড়িয়ে পড়েছে। আবাল-বৃদ্ধবনিতা নির্বিচারে সবার পদচারণায় মূখর হয়ে উঠেছে এ মেলা।

এ উৎসব পরিণত হয় এক মিলন মেলায়। সেই সাথে মেলায় আসে আমেরিকা, ভারত, মায়ানমারসহ আশপাশ দেশের অসংখ্য বিদেশী পর্যটকও।

উৎসবের আমেজ এখন আলোরকোলে। আলোরকোলে মেলাস্থলে বসেছে কুটির শিল্পের দোকান ছাড়াও বিভিন্ন পণ্যের শতশত দোকান।

এছাড়া নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। দর্শণার্থী ও তীর্থ যাত্রীদের জান মালের নিরাপত্তায় বনরক্ষীদের পাশাপাশি মেলায় র‌্যাব, বিজিবি, কোষ্ট গার্ড ও পুলিশের রয়েছে কঠোর টহল ব্যবস্থা।

০৫ নভেম্বর ২০১৪ :: আবু হোসাইন সুমন, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এএইচএস/আই হক-এনআরএডিটর/বিআই

About আবু হোসাইন সুমন