বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় বিএনপি-জামায়াত নেতা এবং বিভিন্ন মামলার পলাতক, সাজাপ্রাপ্তসহ মোট ২৬ জন আটক হয়েছে।
এদের মধ্যে উল্লেখযোগ্য বাগেরহাট জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক খাদেম নিয়ামুল কাদির বিলু ও যাত্রপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওঃ ফেরদাউস।
বুধবার থেকে বৃহস্পতিবার সন্ধা পর্যন্ত জেলা সদর ও বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। বাগেরহাট পুলিশ সুপারের কার্য়ালয়ের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) ওবায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের বিশেষ টিম বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে শহরের মুনিগঞ্জ এলাকা থেকে জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও যাত্রপুর বাজার এলাকা থেকে যাত্রাপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারীসহ ২৬ জনকে তাদের আটক করা হয়।
আটক ২৬ জনের মধ্যে সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও ইউপি জামায়াতের সেক্রেটারীসহ ৭ জনকে বাগেরহাট সদর উপজেলা এলকা থেকে এবং বাকিদের অনান্য উপজেলা থেকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকাসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামিরা রয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More